আশঙ্কাই হল সত্যি! সিকিমে একধাক্কায় বাড়ল মৃতের সংখ্যা

এখনও পর্যন্ত মেঘ ভাঙা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন ১৪ জন।

New Update
sikkim flood.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আশঙ্কাটা আগেই করা হয়েছিল। তিস্তার ভয়াল রূপের কাছে হার মানবে বহু মানুষই। আর এবার পরিসংখ্যানটা সামনে চলে এল। তিস্তার গর্জনের জেরে এখনও সেই ভাবে জোরকদমে উদ্ধারকাজ শুরু করা যায়নি। অনেকটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে সেনাবাহিনী, এনডিআরএফকে। আর এরই মধ্যে জানা গেল এখনও পর্যন্ত মেঘ ভাঙা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন ১৪ জন।

সিকিম সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৪ জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন ১০২ জন। তার মধ্যে রয়েছেন ২৩ জন সেনাবাহিনীও। আর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২৬ জনকে। আজও উদ্ধারকাজ জারি রয়েছে।