/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বুধবার সন্ধ্যায় ব্যারাকপুরে গুলি চলেছে বলে খবর। সোনার দোকানে ডাকাতিতে বাধা দেওয়ার পরেই গুলি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। বাধা দেওয়ার পরেই এলোপাথাড়ি গুলি চালানো হয়েছে জানা গিয়েছে। ঘটনায় দোকানের মালিক সহ ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। পুরপ্রধানের দাবি, একজনের মৃত্যু হয়েছে।