এক বছরে ২-৪ জন প্রধানমন্ত্রী!

ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদের প্রার্থী সম্পর্কে মুখ খুললেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত।

author-image
Shroddha Bhattacharyya
New Update
sanjay raoatt.jpg

নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদের প্রার্থী সম্পর্কে, শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, "একনায়কতন্ত্র আদর্শ সমন্বিত সরকারের থেকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি জোট সরকার জনগণের জন্য অনেক ভালো। 

asdghjkl

আমাদের যাকে ইচ্ছা আমরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেব।

sanjay rout edit.jpg

 দরকার হলে আমরা এক বছরে ২ থেকে ৪ জনকে প্রধানমন্ত্রী করবো, কিন্তু দেশকে স্বৈরাচারী নেতৃত্বের হাতে যেতে দেব না।"

Add 1