বিপদে রয়েছে বসতভিটে, হিমাচল ছাড়ছে বাসিন্দারা

শহরের বিভিন্ন অংশে ভূমিধসের পর, সিমলার নিচু এলাকার বাসিন্দারা অন্যত্র সরে যাচ্ছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
shimla.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের বোধহয় কোন অংশই আর সুরক্ষিত নয়। ভূমিধসের জেরে পুরো হিমাচলই চলে যাবে মাটির তলায়। কিংবা জলের তোড়েই ভেসে যাবে সৌন্দর্য্যের সাম্রাজ্য। এমনটা বোধহয় বুঝে গেছেন স্থানীয় বাসিন্দারাও। তাই নিজেদের বসত ভিটে ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন হিমাচলের বাসিন্দারা।

যা জানা যাচ্ছে, শহরের বিভিন্ন অংশে ভূমিধসের পর, সিমলার নিচু এলাকার বাসিন্দারা প্রশাসনের দ্বারা নিরাপদ স্থানে স্থানান্তরিত হচ্ছেন। দরকারি জিনিসপত্র নিয়েই সরে যাচ্ছেন তারা। কেননা আশঙ্কা ওই এলাকাও ধসে যাবে। 

স্থানীয় এক বাসিন্দার কথা অনুযায়ী, “আমাদের বাড়িটি অনিরাপদ হয়ে উঠেছে। সেখানে বসবাসকারী প্রত্যেকেই তাদের জন্মস্থান ছেড়ে চলে গেছে কারণ তাদের প্রত্যেকের ঘর-বাড়িই এখন আশঙ্কায় রয়েছে। আমি এমন পরিস্থিতি আগে কখনও দেখিনি”।