ভয়াবহ যুদ্ধ, একের পর এক গোলাবর্ষণ, ধ্বংস! এবার শান্তিরক্ষী আহত

ভয়াবহ যুদ্ধে লিপ্ত ইসরায়েল-হামাস।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েল-লেবানন সীমান্তে সংঘর্ষ তীব্র হওয়ার কয়েক ঘণ্টা পর শনিবার দক্ষিণ লেবাননে গোলাবর্ষণে জাতিসংঘের এক শান্তিরক্ষী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর (ইউনিফিল) মুখপাত্র আন্দ্রেয়া তেনেন্তি বলেন, 'সীমান্তবর্তী হুলা গ্রামের কাছে এক শান্তিরক্ষী সামান্য আহত হয়েছেন।' 

এছাড়া নাকুরায় ইউনিফিলের সদর দপ্তরে ঘাঁটির ভেতরে একটি শেল আঘাত হেনেছে।

লেবাননের এক সামরিক সূত্র জানিয়েছে, ইউনিফিল সদর দপ্তরের চারপাশে 'একটি ইসরায়েলি শেল সিমেন্টের দেয়ালে ঢুকে পড়েছে'।

ইউএনআইএফআইএল-এর এক বিবৃতিতে বলা হয়েছে, "গত তিন সপ্তাহে আমাদের আরও বেশ কয়েকটি অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সমস্ত পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতি করার আহ্বান জানিয়েছে।" 

hire