শাহজাহানকে গ্রেফতার করতে পারবে CBI-ED-পুলিশ যে কেউ

এদিন ছিল সন্দেশখালি সংক্রান্ত স্বতোঃপ্রণোদিত মামলার শুনানি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: আরও চাপ বাড়ল শেখ শাহজাহানের। এবার আর শুধু পুলিশ নয়, তাঁকে গ্রেফতার করতে পারে সিবিআই-ইডিও। অন্তত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এমনটাই নির্দেশ।

এদিন ছিল সন্দেশখালি সংক্রান্ত স্বতোঃপ্রণোদিত মামলার শুনানি। সেখানে রাজ্যের তরফে দাবি করা হয় যে, তারা শেখ শাহজাহানকে গ্রেফতার করলে তাঁকে কোন মামলার ওপর ভিত্তি করে গ্রেফতার করবে। এই শুনে কার্যত ক্ষুব্ধ হন বিচারপতি। এরপরই হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, “তার মানে আপনারা জানেন শেখ শাহজাহান কোথায় আছে। তারপরও এতোদিনে আপনারা গ্রেফতার করেননি। ওনার বিরুদ্ধে ৪৩টি মামলা রয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করা যায়”।

এরপরই ইডি-র তরফে আদালতে দাবি করা হয়, ‘শেখ শাহজাহানের মামলা শুধু রাজ্য পুলিশের কাঁধে থাকলে সেই মামলা গুরুত্ব হারাবে। সেক্ষেত্রে পুলিশ সহজ ভাবে মামলা সাজাবে। যাতে শাহজাহান সহজে জামিন পেতে পারেন। মামলার দায়ভার সিবিআইয়ের কাঁধে থাকলে কোনও অসুবিধা নেই’।

Add 1

এরপরই প্রধান বিচারপতি নির্দেশ দেন, ‘সিবিআই-ইডি-পুলিশ যে কেউ গ্রেফতার করতে পারে শেখ শাহজাহানকে। পুলিশও গ্রেফতার করতে পারে। একই সাথে সিবিআই-ইডিও গ্রেফতার করতে পারে’। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।

স্ব

স