নিজস্ব সংবাদদাতা: এখনও অধরা শেখ শাহজাহান। পেরিয়েছে ৪৯টা দিন। আর ৫০ তম দিনে ফের একবার শেখ শাহজাহানকে নিয়ে অ্যাকশন মুডে ইডি। রেশন দুর্নীতির পাশাপাশি এবার তৃণমূল নেতার বিরুদ্ধে নতুন ইসিআইআর দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
পুরনো একটি প্রতারণা মামলায় এফআইআর সংগ্রহ করে ইসিআইআর দায়ের করেছে ইডি। শেখ শাহজাহানের বিরুদ্ধে সেখানে জমি প্রতারণা এবং খুনের মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আজ হাওড়া, বিরাটি বিজয়গড় সহ ৬টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)