New Update
/anm-bengali/media/media_files/cI2CYLjLi26dE9cRO5qP.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: তিনটি সরকারি কমিটি থেকে ইস্তফা দিয়েছিলেন ঘাটালের সাংসদ দেব। তারপর শঙ্কর দলের একটি বিস্ফোরক অডিও রেকর্ড ভাইরাল করে। তারপরেই নড়ে চড়ে বসে দল, শনিবার সন্ধ্যায় দলের শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলার পর দেব জানিয়ে দেন রাজনীতি তাকে ছাড়তে চাইছে না। পরের দিন সকালেই ঘাটালের রাজনীতিতে দেখা গেল গিমিক।
পদ খোয়ালেন ঘাটালের তৃণমূল নেতা শঙ্কর দলুই! ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান ছিলেন শঙ্কর। তাঁকে সেই পদ থেকে সরানো হল রবিবার। সেই জায়গায় আনা হল রাধাকান্ত মাইতিকে। গত কয়েকদিনে দেব ইস্যুতে শঙ্কর দলুইকে নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। এ নিয়ে শুধু ঘাটালের রাজনীতিতেই নয়, চাপানউতর তৈরি হয় বঙ্গ রাজনীতিতেও।
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us