নিজস্ব সংবাদদাতা: সাইক্লোন 'রেমাল'-এর প্রভাবে বিগত দুই দিন ধরে আসামে প্রবল বৃষ্টিপাত হয়েই চলেছে।
/anm-bengali/media/post_attachments/5529a6cec4ac9687fc5c8094408df7de081127696cfba53cecc145f33e8be39d.jpg)
এই বৃষ্টিপাতের সঙ্গে চলছে ঝোড়ো হাওয়াও।

প্রবল বর্ষণের জেরে আসামের কাছাড় জেলার শিলচরে হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছে। সেই জল পেরিয়েই চলছে নিত্য দিনের কাজকর্ম। দেখুন সেই ভিডিও-
/anm-bengali/media/post_attachments/a36533111c44f0464e8291e73291a44510339356d723674d4d9a1133ffe2c18e.webp)