দেশে ভয়ঙ্কর দুর্ঘটনা, চিৎকার! চোখের পলকে নিহত ৭, আহত ২০

শ্রীলঙ্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
dead body .jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, রবিবার শ্রীলঙ্কার দিয়াতালাওয়ায় অনুষ্ঠিত ফক্স হিল সুপার ক্রস ২০২৪ রেসিং ইভেন্ট চলাকালীন একটি রেসিং কার লাইন থেকে সরে যাওয়ার পর আট বছর বয়সী এক শিশুসহ সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

ল।,

পুলিশের মিডিয়া মুখপাত্র ডিআইজি নিহাল থালদুওয়া জানান, রেসের দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একদল দর্শকের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

Add 1

আহতদের দিয়াতালাওয়া বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে বাদুল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা শ্রীলঙ্কার আভিসাওয়েলা, মাতারা, আকুরেসা ও সিদুয়া অঞ্চলের বাসিন্দা। সূত্রে খবর, দুর্ঘটনার পর ইভেন্টের বাকি রেসগুলো বাতিল করা হয়েছে।