মর্মান্তিক, অগ্নিকাণ্ড! চিৎকার, সব শেষ, জীবন্ত দগ্ধ ৭ শিশু

কঙ্গোতে বাস্তুচ্যুতদের শিবিরে অগ্নিকাণ্ডে ৭ শিশুর মৃত্যু হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ কঙ্গোর পূর্বাঞ্চলে বন্যায় বাস্তুচ্যুত মানুষের শিবিরে আগুন লেগে অন্তত সাত শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা থমাস বাকেঙ্গা। দক্ষিণ কিভু প্রদেশের বুশুশু ও নিয়ামুকুবি গ্রামে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পর মে মাস থেকে শত শত পরিবার কালেহে শহরের আশ্রয়কেন্দ্রে অস্থায়ী কুঁড়েঘরে বসবাস করছিল।

কালেহের আঞ্চলিক প্রশাসক বাকেঙ্গা বলেন, "আগুনে নিহত শিশুদের বয়স এক থেকে পাঁচ বছরের মধ্যে এবং চারজন প্রাপ্তবয়স্ককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।"