রাজ্যের নিরাপত্তা খতিয়ে দেখছেন ফড়নবীস, ‘ওয়ার বুক’ অনুযায়ী প্রস্তুতি

মহারাষ্ট্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক করলেন ফড়নবীস ও একনাথ শিন্ডে। ওয়ার বুক মেনে চলছে সব প্রস্তুতি। বিস্তারিত পড়ুন।

author-image
Debapriya Sarkar
New Update
nm,./

নিজস্ব সংবাদদাতা : ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। তিনি জানান, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সহ অন্যান্য শীর্ষ কর্তাদের সঙ্গে বসে রাজ্যের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

indian missile strike

ফড়নবীস বলেন, “আমরা ‘ওয়ার বুক’-এর সমস্ত নিয়ম মেনে নিরাপত্তা ব্যবস্থা সাজাচ্ছি। রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা সেই অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখে।”

বর্তমান পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাইছে না মহারাষ্ট্র সরকার। নিরাপত্তা নিয়ে কোনও খামতি না রাখার বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী।