New Update
/anm-bengali/media/media_files/etDE0wVQ9gC5UALzbwp3.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো সহ একাধিক দাবিতে শিয়ালদাহ-রানাঘাট শাখার মদনপুর স্টেশনে চলছে রেল অবরোধ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন অফিস যাত্রীরা।
যা জানা যাচ্ছে, সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ প্রথম শিয়ালদাহগামী রানাঘাট ডাউন মেমু লোকাল আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তারপরই ধীরে ধীরে বিক্ষোভ জোরদার হয়। নিত্যযাত্রীদের একাংশের দাবি, ৭টা ৪১-এর ডাউন মেমু লোকালের পরিবর্তে ১২ বগির ট্রেন চালাতে হবে। আর সেই দাবিতেই চলছে বিক্ষোভ। অবরোধের জেরে রানাঘাট সহ একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। এখনও ট্রেন বাতিল না হলেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হলে পরবর্তীতে ট্রেন বাতিল হবে বলেই জানা যাচ্ছে। ফলে সমস্যা বাড়ছে নিত্যযাত্রীদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us