New Update
/anm-bengali/media/media_files/dS8bpvQqw2Jy8EBAn8u8.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ছুটির বাজারে ছুটি কমছে পড়ুয়াদের! এমনই সিদ্ধান্ত নিল বিহার সরকার।
যা জানা যাচ্ছে, বিহার শিক্ষা দফতর সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সরকারি স্কুলে উৎসব সংক্রান্ত যে ছুটির সংখ্যা ছিল তা কমিয়েছে। তারা সরকারি নির্দেশিকায় জানিয়েছে, আগে যে সংখ্যা ২৩ ছিল, তাই কমে হয়েছে ১১। অর্থাৎ এক ধাক্কায় ছুটি কমছে ১২টি। যা খবর পাওয়া যাচ্ছে, পড়ুয়াদের শিক্ষার বিষয়টি ভাবনা-চিন্তা করেই কমানো হল ছুটির দিন।
Bihar Education Department reduces the number of festive holidays in government schools from 23 to 11 between September to December. pic.twitter.com/Qe6BlAXqh8
— ANI (@ANI) August 30, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us