New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। যার সঙ্গে জড়িয়েছে আর্থিক তছরুপের মতো অভিযোগও। আর এবার টাকা লোপাটের অভিযোগ এই শহরেরই এক ইংরেজি মাধ্যম স্কুলে। স্কুলের ফান্ড থেকে টাকা লোপাটের অভিযোগ উঠল সংশ্লিষ্ট স্কুলের কর্তা কৃষ্ণা দামানির বিরুদ্ধে।
গতকালই হেয়ার স্ট্রিট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে আরএন মুখার্জি রোডের অফিস থেকে তাঁকে গ্রেফতার করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। স্কুল ফান্ডের ১০ কোটি টাকা লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কৃষ্ণা দামানিকে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই স্কুলের আরএন মুখার্জি রোডের অফিস থেকেই বোনা হয়েছিল দুর্নীতির জাল।
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us