স্কুলে স্কুলে বোমাতঙ্ক! লাগাম টানলো কলকাতা পুলিশ!

খোদ কলকাতার বুকে বিভিন্ন স্কুলে নাকি রাখা হয়েছে বোমা। এমনটাই মেল করে জানিয়েছে দুষ্কৃতীরা। এর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ নিলো কলকাতা পুলিশ। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update

নিজস্ব সংবাদদাতা: কলকাতার বিভিন্ন স্কুলে নাকি বোমা রাখা হয়েছে। এমনটাই ইমেলের মাধ্যমে স্কুল কতৃপক্ষকে জানিয়েছে দুষ্কৃতীরা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে স্কুলগুলিতে। এই বিষয়ে সকলকে সতর্ক করতে কলকাতা পুলিশ তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে। সেখানে লেখা রয়েছে, "আমাদের নজরে এসেছে যে শহরের কিছু স্কুলে বোমার উপস্থিতির হুমকি দিয়ে একটি ইমেল এসেছে। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই ইমেলটি একটি প্রতারণা ইমেল এবং এই ইমেলের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। অতীতে, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো শহরের স্কুলগুলিতে অনুরূপ মেল পাঠানো হয়েছিল।

Unhappy over deployment in COVID-19 containment zones, 500 Kolkata Police  personnel stage protest

এ ধরনের প্র্যাঙ্ক মেল ​​প্রেরকের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

আমরা বুঝতে পারি যে এই ধরনের বার্তা কতটা বিরক্তিকর হতে পারে, কিন্তু দয়া করে শান্ত থাকুন এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে নিশ্চিন্ত থাকুন।

এরই মধ্যে আমরা সবাইকে গুজব ছড়ানো বা আতঙ্কিত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। স্কুলের যেকোনও রকম সাহায্যের জন্য আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।"

Calcutta Girls' High School

 

Add 1