প্রবল গরম দিয়েই নতুন বছরকে জানান স্বাগত

নববর্ষের আগে থেকেই ফের এক ধাক্কায় ৫ ডিগ্রি বেড়ে যাবে তাপমাত্রা।

New Update
weather heat.webp

File Picture

নিজস্ব সংবাদদাতা: আর ২দিন পরই বাংলা জানাবে নতুন বছরকে স্বাগত। তবে শুধু নতুন বছর না একই সাথে বঙ্গবাসী জানাবে গরমকেও স্বাগত। কেননা হাওয়া অফিস বলছে, নববর্ষের আগে থেকেই ফের এক ধাক্কায় ৫ ডিগ্রি বেড়ে যাবে তাপমাত্রা। আর আজ সকাল থেকে তারই জানান দিচ্ছে আবহাওয়া।

সকাল থেকে সূর্যের কড়া তাপ যেন ঠিকরে পড়ছে হাওড়া জেলায়। বেলা বাড়ার সাথে সাথে গরমও বাড়বে বলে জানা যাচ্ছে। একই সাথে তাপপ্রবাহও শুরু হবে বেশ কিছু জেলায় বলে জানাচ্ছে হাওয়া অফিস। পয়লা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিলের মধ্যে পশ্চিমের জেলায় ৩ থেকে ৫ ডিগ্রি এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে দিনের তাপমাত্রা।

FBGNM,

হাওয়া অফিস বলছে, আগামী দু’দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। বাড়বে শুষ্ক আবহাওয়ার দাপট। আজ হাওড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনে এই তাপমাত্রা আরও বাড়বে।

weather 640x400-5-1551439342.jpg

 

Add 1