কাল মহালয়ায় লেবু নিয়ে করুন এই কাজ! কালো নজর কেটে যাবে

কাল পিতৃপক্ষের শেষ দিন পড়েছে সর্বপিত্রী অমাবস্যা। সমস্ত পিতৃপুরুষের শ্রাদ্ধ ও তর্পণ করা ছাড়াও কিছু বিশেষ কৌশল অবলম্বনে আপনার আটকে থাকা কাজগুলি পূরণ হয়ে যাবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
lemon3

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: শনিবার অর্থাৎ কাল ১৪ অক্টোবর পড়েছে সর্বপিত্রী অমাবস্যা। এই দিনে সমস্ত পিতৃপুরুষের শ্রাদ্ধ ও তর্পণ করা ছাড়াও কিছু বিশেষ কৌশল আপনি অবলম্বন করলে আপনার আটকে থাকা কাজগুলি পূরণ হতে থাকবে এক এক করে। একে মোক্ষদায়িনী অমাবস্যাও বলা হয়ে থাকে। আবার কেউ কেউ মহালয়া বা পিতৃ মোক্ষ অমাবস্যাও বলে থাকেন। শনিবার অমাবস্যা তিথি হওয়ায় একে শনিশ্চরি অমাবস্যাও বলা হয়। 

এ বছর সর্বপিত্রী অমাবস্যার দিনে বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। কাকতালীয়ভাবে, সর্বপিত্রী অমাবস্যার দিনে পূর্বপুরুষদের নামে করা কিছু কৌশল ও প্রতিকার শুভ ফল এনে দিতে পারে আপনার জীবনে। এর মাধ্যমে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন এবং আপনার পিতৃপুরুষের আশীর্বাদও পাবেন। লেবুর কৌশলগুলো বেশ কার্যকরী।

চাকরি পেতে চাইলে: আপনি যদি কাঙ্খিত চাকরি বা কোনও একটি চাকরি পেতে চান, তাহলে সর্বপিত্রী অমাবস্যার দিন একটি পরিষ্কার লেবু নিয়ে আপনার নিজের বাড়ির মন্দিরে রাখুন। রাতে সাতবার মাথায় ঘুরিয়ে লেবু নিন। তারপর এই লেবুকে ৪টি সমান ভাগে কেটে চৌরাস্তায় গিয়ে চার দিকে ফেলে দিতে হবে। এটি করার ফলে কর্মজীবনের অগ্রগতির পথে আসা বাধাগুলি দূর হবে এবং সাফল্যের শুভ সম্ভাবনা দেখা দেবে। 

ধনী হতে চাইলে: সর্বপিত্রী অমাবস্যার সন্ধ্যায় বাড়ির উত্তর-পূর্ব কোণে গরুর ঘি দিয়ে প্রদীপ জ্বালান। এই সময় প্রদীপে বাতির পরিবর্তে লাল রঙের সুতো ব্যবহার করতে পারলে ভালো হয়। এছাড়াও প্রদীপে কিছু জাফরান স্ট্র্যান্ড এবং কালো তিল মিশিয়ে দিন। এতে ঋণ ও আর্থিক সংকট দূর হবে। আর্থিক লাভের সম্ভাবনা থাকবে।  

নেতিবাচক শক্তিকে দূরে রাখতে: পিতৃপক্ষের অমাবস্যা তিথিতে বাবলা গাছের নিচে পিতৃপুরুষদের জন্য খাবার রেখে দিন। এছাড়াও পূর্বপুরুষকে কাঁচা দুধ, ২টি লবঙ্গ, কিছু বাতাশা এবং কালো তিল নিবেদন করতে হবে আপনাকে। এসব ব্যবস্থা গ্রহণ করলে নেতিবাচক শক্তি দূরে থাকবে আপনার থেকে। এর পাশাপাশি চাকরি ও ব্যবসায় চলমান সমস্যাও দূর হয়। 

hiren