New Update
/anm-bengali/media/media_files/IamP1NTQaQBiSR9sU6IY.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ মহাসপ্তমী। আর সেই সপ্তমীর সকাল শুরু হল ঠান্ডা পরশ দিয়েই। কড়া রোদের প্রভাব এবার কমেছে। কিছুদিন আগে পর্যন্তও যে রোদের প্রভাব বাইরে বেরলেই বোঝা যেত, এখন তা আর নেই। একই সাথে রাতে শীতের অনুভূতি বেশ ভালোই হচ্ছে। ভোরের দিকে হাল্কা শীত জানান দিচ্ছে শীতের আগমণের কথা।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ উত্তর ২৪ পরগণার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ শতাংশের আশাপাশি।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us