নিজস্ব সংবাদদাতা: শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বলেছেন, "যেই প্রধানমন্ত্রী প্রফুল প্যাটেলের বিরুদ্ধে দাউদ এবং ইকবাল মিরচির সঙ্গে সম্পর্কের অভিযোগ করেছেন, তিনিই গতকাল সেই প্রফুল প্যাটেলের সঙ্গে একই মঞ্চে ছিলেন।
/anm-bengali/media/post_attachments/7ae23115d04b1fa1eb9aa18921ca68e340412e36ee562ff11eb6f43f7221111a.jpeg)
প্রফুল প্যাটেল ছত্রপতি শিবাজী মহারাজের মাথার পাগড়ি প্রধানমন্ত্রী মোদির মাথায় পরিয়ে দিয়েছিলেন।
/anm-bengali/media/post_attachments/2b46ac7e7b3ce65606e7e6f0f2f64b2858a1ec35c928fa14891af61f82748b01.jpg)
আমরা এই পাগড়ি কাউকে দিই না, এই পাগড়ি খুবই স্পেশাল। প্রফুল প্যাটেলকে এই অধিকার কে দিয়েছে? প্রধানমন্ত্রী মোদি এবং প্রফুল প্যাটেল ছত্রপতি শিবাজি মহারাজ ও মহারাষ্ট্রকে অসম্মানিত করেছেন।"
/anm-bengali/media/post_attachments/62e51d699c0af50e9af8ddb44aa416563ac955153bf5a9f271bde0c3327c7f43.webp)