দাউদের সঙ্গে সম্পর্ক, একই মঞ্চে মোদি!

প্রফুল প্যাটেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
asdghjkl

নিজস্ব সংবাদদাতা: শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বলেছেন, "যেই প্রধানমন্ত্রী প্রফুল প্যাটেলের বিরুদ্ধে দাউদ এবং ইকবাল মিরচির সঙ্গে সম্পর্কের অভিযোগ করেছেন, তিনিই গতকাল সেই প্রফুল প্যাটেলের সঙ্গে একই মঞ্চে ছিলেন।

Narwekar's verdict unfair, dictated by masters in Delhi; confident SC will  do justice: Shiv Sena (UBT)'s Sanjay Raut | Pune News - The Indian Express

প্রফুল প্যাটেল ছত্রপতি শিবাজী মহারাজের মাথার পাগড়ি প্রধানমন্ত্রী মোদির মাথায় পরিয়ে দিয়েছিলেন।

Kamal Nath responsible for Congress defeat in Madhya Pradesh': Sanjay Raut  on election results – India TV

আমরা এই পাগড়ি কাউকে দিই না, এই পাগড়ি খুবই স্পেশাল। প্রফুল প্যাটেলকে এই অধিকার কে দিয়েছে? প্রধানমন্ত্রী মোদি এবং প্রফুল প্যাটেল ছত্রপতি শিবাজি মহারাজ ও মহারাষ্ট্রকে অসম্মানিত করেছেন।"

Add 1