New Update
/anm-bengali/media/media_files/c8x1SwVt19xNTBJ7GFEG.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ান বাহিনীর হামলায় বিধ্বস্ত ইউক্রেনের একাধিক শহর। জানা গিয়েছে, রাশিয়ানরা জাপোরিঝিয়া অঞ্চলে হামলা চালিয়েছে। জাপোরিঝিয়া অঞ্চলের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইউরি মালাশকো জানিয়েছেন, জাপোরিঝিয়া অঞ্চলের ২৬টি শহর ও গ্রামে রুশরা ১২৬টি হামলা চালিয়েছে। এছাড়া রুশরা জারিচনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘটনায় ৪ জন পুরুষ ও ৫ জন নারী আহত হয়েছেন। আবাসিক ভবন এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা ধ্বংস হয়ে গিয়েছে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us