New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ান বাহিনীর ক্রমাগত হামলার ফলে ধ্বংস ইউক্রেনের একাধিক অঞ্চল। ইউক্রেনকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া। জানা গিয়েছে, রাশিয়ানরা ইভানোভকা অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে। এই হামলার বিষয়ে খেরসন আরএমএ প্রধান ওলেকসান্ডার প্রোকুডিন বলেন, "রাশিয়ানরা ইভানোভকার এক বাসিন্দাকে হত্যা করেছে। এছাড়া রুশ গোলাবর্ষণের ফলে বসতির একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে যায়।"
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us