ভয়াবহ যুদ্ধ, হঠাৎ দেশে শত্রু বাহিনীর হামলা! সব শেষ, নিহত ২

অব্যাহত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে বৃহস্পতিবার রুশ হামলায় দুই ফরাসি স্বেচ্ছাসেবক ত্রাণকর্মী নিহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর ও অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন।

ad11rain

খেরসনের গভর্নর ওলেকজান্ডার প্রোকুদিন জানিয়েছেন, বেরিস্লাভ শহরে রাশিয়ার হামলায় দুই ফরাসি নাগরিক নিহত ও অপর তিন বিদেশি আহত হয়েছেন।

aad

ওই অঞ্চলের প্রসিকিউটররা জানিয়েছেন, রুশ বাহিনী বিকেল ৪টার দিকে ওই এলাকায় ব্যাপক ড্রোন হামলা চালায়। এই ঘটনায় ইউক্রেনের এক নাগরিকও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

aad