Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে বৃহস্পতিবার রুশ হামলায় দুই ফরাসি স্বেচ্ছাসেবক ত্রাণকর্মী নিহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর ও অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন।
/anm-bengali/media/media_files/fkjKcRwCXKLdi7QuHXTw.jpeg)
খেরসনের গভর্নর ওলেকজান্ডার প্রোকুদিন জানিয়েছেন, বেরিস্লাভ শহরে রাশিয়ার হামলায় দুই ফরাসি নাগরিক নিহত ও অপর তিন বিদেশি আহত হয়েছেন।
/anm-bengali/media/media_files/6GWBIjP4vrbY3ngX3JQE.jpeg)
ওই অঞ্চলের প্রসিকিউটররা জানিয়েছেন, রুশ বাহিনী বিকেল ৪টার দিকে ওই এলাকায় ব্যাপক ড্রোন হামলা চালায়। এই ঘটনায় ইউক্রেনের এক নাগরিকও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
/anm-bengali/media/media_files/ZJ2Ffsimrt3aCXQOdRCj.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us