/anm-bengali/media/media_files/qchNbZ6lcwDOcGX6fHl4.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: চাঁদের কক্ষে ঢুকে পড়েছে ভারতের চন্দ্রযান-৩ মহাকাশযান। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই চাঁদের বুকে নামার চেষ্টা করবে বিক্রম ল্যান্ডার। আর এরই মধ্যে শুক্রবার ভোরে চাঁদের উদ্দেশ্যে রওনা দিল রুশ মহাকাশযান লুনা ২৫।
১৯৭৬ সালের ১৪ অগস্ট মহাকাশে যাত্রা করেছিল লুনা ২৪। এটিই ছিল সোভিয়েত আমলের শেষ চন্দ্র অভিযান। তারপর ৪৭ বছর কেটে গিয়েছে। আর এবার সেই ৪৭ বছর পর ফের চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল লুনা ২৫।
LUNA-25 Launch in HD #Luna25#Луна25pic.twitter.com/gVf3zI67Eo
— SRI SAIDATTA (@nssdatta) August 11, 2023
সেই Luna-25-এর সফল উৎক্ষেপণের জন্য Roscosmos কে অভিনন্দন জানাল ইসরো। তারা টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছে রাশিয়াকে। ইসরোর কথায়, “আমাদের মহাকাশ যাত্রায় আরেকটি মিটিং পয়েন্ট পাওয়া বিস্ময়কর। এই জন্য রাশিয়াকে অনেক শুভেচ্ছা। ভারতের চন্দ্রযান-৩ ও রাশিয়ার লুনা ২৫ উভয়কেই তাদের লক্ষ্য অর্জনের মিশনের জন্যে শুভেচ্ছা”।
Congratulations, Roscosmos on the successful launch of Luna-25 💐
— ISRO (@isro) August 11, 2023
Wonderful to have another meeting point in our space journeys
Wishes for
🇮🇳Chandrayaan-3 &
🇷🇺Luna-25
missions to achieve their goals.
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us