ভয়াবহ যুদ্ধঃ বড়সড় ক্ষেপণাস্ত্র হামলা পুতিন সেনার! আহত ১০

অব্যাহত রাশিয়া ইউক্রেন যুদ্ধ।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন আহত ও পাঁচজন ধ্বংসস্তূপের নিচে রয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো।

ক্লিমেনকো বলেন, 'রাশিয়া দোনেৎস্ক অঞ্চলের তিনটি বসতিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পোকরোভস্ক, নভোহরোদিভকা এবং মিরনোহরাদ আগুনের কবলে পড়ে। গোলাবর্ষণে ৪ শিশুসহ ১০ জন আহত হয়। ধ্বংসস্তূপের নিচে আরও পাঁচজনকে খোঁজা হচ্ছে। একটি অ্যাপার্টমেন্ট ব্লক, নয়টি প্রাইভেট হাউস, একটি পুলিশ স্টেশন, গাড়ি এবং গ্যারেজ ক্ষতিগ্রস্থ হয়েছে।' 

ক্লিমেনকো বলেন, "একজন পুলিশ প্যারামেডিক ধ্বংসস্তূপের নিচ থেকে আহত শিশুকে নিয়ে এক ব্যক্তিকে বের হতে সহায়তা করেছিলেন।" 

hire