New Update
/anm-bengali/media/media_files/c8x1SwVt19xNTBJ7GFEG.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের ২৬টি ড্রোন ধ্বংস করেছে রুশ বিমান বিধ্বংসী ইউনিট।
২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় রুশ সেনারা। মস্কোর নিয়ন্ত্রণাধীন দক্ষিণ খেরসন অঞ্চলের কিছু অংশের গভর্নর ভ্লাদিমির সালদো জানিয়েছেন, হেনিচেস্ক শহরের কাছে রাশিয়ার বিমান বিধ্বংসী ইউনিট অন্তত ১৫টি বিমান লক্ষ্যবস্তু ভূপাতিত করেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us