New Update
/anm-bengali/media/media_files/c8x1SwVt19xNTBJ7GFEG.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি গ্রামে শনিবার রাশিয়ার গাইডেড বোমা হামলায় দুইজন নিহত ও শিশুসহ আরও ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন গভর্নর।
গভর্নর ওলেহ সিনেহুবভ বলেছেন, "রুশ বাহিনী চেরকাস্কা লোজোভা গ্রামে গাইডেড বোমা হামলা চালিয়েছে, এতে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুই নারী নিহত হন। একজনকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলা হয়, অন্যজনকে অ্যাম্বুলেন্সে মারা যায়।"
এছাড়া, আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলেও জানান তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us