ভয়াবহ, হঠাৎ দেশের রাজধানীতে বিমান হামলা! জিতে গেল সেনা, ধ্বংস সব

অব্যাহত রাশিয়া ইউক্রেন যুদ্ধ।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া মঙ্গলবার রাতে কিয়েভকে লক্ষ্য করে এই মাসে পঞ্চম বিমান হামলা চালিয়েছে। কিয়েভের সামরিক বাহিনী বুধবার অর্থাৎ আজ ভোরে জানিয়েছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের রাজধানীর দিকে যাওয়ার পথে সমস্ত অস্ত্র ধ্বংস করেছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, 'প্রাথমিক তথ্য অনুযায়ী রাজধানীতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।' 

তাৎক্ষণিকভাবে হামলার পুরো মাত্রা জানা যায়নি। রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মস্কো সৈন্যরা কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার ছয় মাস পরে এবং ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে সরে যাওয়ার ছয় মাস পরে রাশিয়া ২০২২ সালের অক্টোবরে ইউক্রেনের জ্বালানি, সামরিক এবং পরিবহন অবকাঠামোতে হামলা শুরু করে।

hire