New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ যুদ্ধে লিপ্ত ইসরায়েল-হামাস। হামাসের সন্ত্রাসীরা ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় ক্রমাগত রকেট হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস গাজার একাধিক এলাকা। জানা গিয়েছে, শনিবার অর্থাৎ আজ গাজা সীমান্তে ফের রকেট সাইরেনের শব্দ শোনা গেছে। সূত্রে খবর, গাজা উপত্যকার সীমান্তবর্তী কিববুৎজ কিসুফিমে রকেট সতর্কতা সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। রকেট সাইরেনের শব্দ শোনার পর আতঙ্কে রয়েছে বাসিন্দারা।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us