New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ প্রায় ১১ ঘণ্টা বিরতির পর বৃহস্পতিবার সকালে গাজার সীমান্তবর্তী কিসুফিম ও নাহাল ওজে রকেট সাইরেন বাজতে শুরু করে। সূত্রে খবর, ৭ ই অক্টোবরের প্রেক্ষাপটে সম্প্রদায়গুলোকে বেশিরভাগ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us