ধেয়ে আসছে রকেট, ভয়াবহ হামলার আশঙ্কা! বেজে উঠল সাইরেন

উত্তর সীমান্তবর্তী সাফেদে রকেট সতর্কতা সাইরেন বাজছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
,ম্নব /

file pic

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, লেবানন সীমান্তের কাছে উত্তরাঞ্চলীয় এলাকায় রকেট সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে, যা আসন্ন ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করেছে। সাফেদ, কাদিতা, সাফসুফা, ডালটনসহ বিভিন্ন শহরে সাইরেন বাজছে।

Add 1

গত ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ নেতৃত্বাধীন বাহিনী প্রায় প্রতিদিনই সীমান্তে ইসরায়েলি সম্প্রদায় ও সামরিক চৌকিতে হামলা চালাচ্ছে।