Pritam Santra
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/t712cUIv7H7ciooWUUhI.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গ্যাংস্টার আতিক আহমেদের সঙ্গে এবার জড়িয়ে পড়ল পশ্চিমবঙ্গের নাম। আশঙ্কা করা হচ্ছে নিহত গ্যাংস্টার তথা রাজনীতিবিদ আতিক আহমেদের (Atiq Ahmed) শাগরেদ গুড্ডু মুসলিম (Guddu Muslim) পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে লুকিয়ে রয়েছে। উমেশ পাল হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত গুড্ডু মুসলিম। এক রিপোর্টে আশঙ্কা প্রকাশ করে লেখা হয়েছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) এই কুখ্যাত গ্যাংস্টার বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ (Murshidabad) জেলা বা তার আশপাশে কোথাও আত্মগোপন করে আছে। গুড্ডু মুর্শিদাবাদে লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us