New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল-এর তাণ্ডবে ফের পাওয়া গেল মৃত্যুর খবর। গতকাল পাঁচিল চাপা পড়ে কলকাতার এক ব্যক্তি প্রাণ হারান। ঝড়ের দাপটেই ওই পাঁচিল ভেঙে পড়ে বলে জানা যাচ্ছে। আর এবার আরও এক মৃত্যুর খবর আসছে মৌসুনি আইল্যান্ড থেকে।
যা জানা যাচ্ছে, মৃত বৃদ্ধার নাম রেণুকা মণ্ডল। তাঁর বাড়ি মৌসুনি দ্বীপেই। আজ সকালে ঘরের দুয়ারে বসে খাওয়ার সময়ই আচমকায় ঝড়ের দাপটে তাঁর ওপর ভেঙে পড়ে গাছ। পরিবারের লোকেরা সাথে সাথেই তা দেখে তাঁকে নিয়ে হাসপাতালে যান। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই নিয়ে রেমালের জেরে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২।
/anm-bengali/media/media_files/6kvDwIwop32h1JSiIf23.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us