/anm-bengali/media/media_files/hqbqOCp3nXY7fVe2DH1Z.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, "ইউপিআই ক্রমাগত উদ্ভাবন এবং অভিযোজনের মাধ্যমে ডিজিটাল পেমেন্টকে অ্যাক্সেসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক করে ভারতের আর্থিক ল্যান্ডস্কেপকে রূপান্তরিত করেছে। ইউপিআই-কে আরও ব্যাপকভাবে গ্রহণযোগ্য করতে এবং এটিকে আরও অন্তর্ভুক্তিমূলক করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে - প্রথমত, ইউপিআই -১,২,৩ পে-তে লেনদেনের সীমা ৫০০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০০ টাকা করা হবে এবং দ্বিতীয়ত, ইউপিআই লাইট ওয়ালেটের সীমা ২০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
#WATCH | Mumbai | RBI Governor Shaktikanta Das says, "UPI has transformed India's financial landscape by making digital payments accessible and inclusive through continuous innovation and adaptation. To further encourage wider adoption of UPI and make it more inclusive, it has… pic.twitter.com/T5i9aKiPUW
— ANI (@ANI) October 9, 2024
প্রসঙ্গত, উৎসবের মরশুমে বড় ঘোষণা দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ফের অপরিবর্তিত রাখা হল রেপো রেট। এই নিয়ে টানা দশমবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট অপরিবর্তিত রাখায় ব্যাঙ্কগুলোও তাদের সুদের হার বৃদ্ধি করবে না। ফলে চাপ বাড়বে না মধ্যবিত্ত সাধারণ মানুষের।
/anm-bengali/media/media_files/sVAWrpw9nGsILrNYyY20.jpg)
বুধবার অর্থাৎ আজ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ বলেন, "আরবিআই ফের একবার ৬.৫ শতাংশেই রেপো রেট অপরিবর্তিত রাখছে। ৬ সদস্য়ের মনিটারি কমিটির ৫ সদস্যই রেপো রেট অপরিবর্তিত রাখার সপক্ষে ভোট দেন। তিনদিনের বৈঠকের পর দেশের শীর্ষ ব্যাঙ্কের রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us