শহর কলকাতায় বিরল রোগ ! আক্রান্ত ৩ শিশু

পরীক্ষা শুধুমাত্র কলকাতার একটি বেসরকারি ল্যাবরেটরিতে হয়। 

author-image
Adrita
New Update
ফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ 'অ‌্যাকোয়ার্ড প্লেটলেট ডিসফাংশন ইউথ ইওসিনোফিলিয়া' এবার বাংলাতেও দেখা মিলল অতিবিরল রোগের। এই রোগে এবার আক্রান্ত হল কলকাতার ৩ জন শিশু। চিকিৎসকরা জানাচ্ছেন যে, রক্তে মজুত প্লেটলেট বা অনুচক্রিকার কর্মক্ষমতা কমে যায়। অর্থাত্‍ রক্ত তঞ্চনের কাজ ব‌্যাহত হয়। জোরে আঘাত লাগলে শরীরে যেমন কালশিটে পড়ে তেমনই দাগ হয় শরীরজুড়ে, কোনও আঘাত ছাড়াই।

এই রোগের পরীক্ষা শুধুমাত্র কলকাতার একটি বেসরকারি ল‌্যাবরেটরিতে হয়। একজন চিকিত্‍সকই করেন। তাই নিশ্চিন্ত হওয়ার জন্য তিন শিশুরই রক্তের নমুনা পাঠানো হয়েছিল পার্কস্ট্রিটের সেই ল‌্যাবরেটরিতে। বাইপাসের একটি হাসপাতালে ১৫ জানুয়ারি নিশ্চিন্তপুরের শিশুটিকে পরীক্ষা করেন হেমাটোলজিস্ট ডা. রজত ভট্টাচার্য। এই 'অ‌্যাকোয়ার্ড প্লেটলেট ডিসফাংশন ইউথ ইওসিনোফিলিয়া' রোগটি মালয়েশিয়া, তাইওয়ানের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে প্রায়ই দেখা যায়।  

v

স

cityaddnew

স