/anm-bengali/media/media_files/jw6wUfeKEr1KQ3Rd1M6i.png)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: এবছরই রাজস্থান ও মধ্যপ্রদেশে রয়েছে বিধানসভা নির্বাচন। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই দুই বিধানসভা নির্বাচনই হতে চলেছে অত্যন্ত হাইভোল্টেজ ম্যাচ। অন্তত ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের কাছে এই দুই রাজ্যই ফোকাসে থাকবে। তাই এই মুহুর্তে এনডিএ শিবির উঠে পড়ে তৈরি হচ্ছে জনহিতকর প্রকল্পগুলিকে সামনে আনতে।
তার জন্যেই সোমবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চললেন রাজস্থান ও মধ্যপ্রদেশ। যা জানা যাচ্ছে, আজ রাজস্থানের জয়সলমের এবং মধ্যপ্রদেশের নিমুচে যাবেন তিনি। এদিন দুপুর ১টা নাগাদ জয়সলমের থেকে ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র শুভ সূচনা করবেন রাজনাথ সিং। তারপর বিকেল ৪.৩০ টায় নিমুচ থেকে ‘জন আশির্বাদ যাত্রা’র সূচনা করবেন তিনি। যাত্রায় অংশগ্রহণ করবেন হাজারও বিজেপি সমর্থকেরা।
Defence Minister Rajnath Singh will be in Jaisalmer (Rajasthan) and Neemuch (Madhya Pradesh) today. He will flag off the ‘Parivartan Sankalp Yatra’ from Jaisalmer at 1.00 pm and ‘Jan Ashirwad Yatra’ from Neemuch at 4.30 pm.
— ANI (@ANI) September 4, 2023
(File Photo) pic.twitter.com/8ojiENdbOj
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us