জলমুক্ত রাজঘাট

এবার রাজঘাটের জল বের করা হল পুরসভার পক্ষ থেকে। পাম্পিং সিস্টেমে সেই জল বের করার কাজ সম্পন্ন করল তারা। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এলজি বিনয় কুমার সাক্সেনা।

New Update
rajghat.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দিল্লির ভয়াবহ পরিস্থিতিতে যে দৃশ্য সবচেয়ে বেশি নজর কেড়েছিল, তা হল রাজঘাট জলের তলায় চলে যাওয়া। বহু সংবাদমাধ্যমের সাংবাদিকরা সেখান থেকে লাইভও করেছেন। রাজঘাটের এই ভিডিও দেখে অবাক হয়েছে গোটা দেশই।

আর এবার সেই জল বের করা হল পুরসভার পক্ষ থেকে। পাম্পিং সিস্টেমে সেই জল বের করার কাজ সম্পন্ন করল দিল্লি পুরনিগম। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এলজি বিনয় কুমার সাক্সেনা। তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। কীভাবে রাজঘাটের জল বের করা যায়, সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখেন তিনি।