রাজঘাট আজও নদীই! জলমগ্ন বিভিন্ন দিক

যমুনা নদীর জলস্তর এদিন সকালে বিপদ সীমার নীচে নেমেছিল। পরে অবশ্য সকাল ৯টা বাজতেই বদলে যায় চিত্র। জলস্তর আবারও বিপদ সীমা অতিক্রম করেছে বলে জানা যাচ্ছে।

New Update
ezgif.com-webp-to-jpg (65) (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: চলে গিয়েও যেন যাচ্ছে না। বেশ কয়েকদিন পর যমুনা নদীর জলস্তর এদিন সকালে বিপদ সীমার নীচে নেমেছিল। নেমেছিল এই জন্যেই বলছি, কেননা সকাল ৯টার পর তা আবার বিপদ সীমা অতিক্রম করেছে।

এদিন সকাল ৬টা নাগাদ প্রথম জলস্তর মাপা হয়। দেখা যায়, দিল্লিতে জলের স্তর নেমেছে ২০৫.২৫ মিটার। আর ঠিক ৯টা তেই দেখা যায়, সেই চিত্রটা পুরোপুরি পাল্টে গেছে। তখন জলস্তর দেখা যায় ২০৫.৬০ মিটার।

অথচ এখনও জলমগ্ন রাজঘাট। বুধবার ড্রোনে ধরা পড়ল সেই চিত্র। রাজঘাটের টপ অ্যাঙ্গেল শটে দেখা যায় রাজঘাটের প্রবেশ পথ থেকেই জলমগ্ন বিস্তৃর্ণ এলাকা। বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। তবে সেই জল বের করার চেষ্টাও চালিয়ে যাচ্ছে পুরসভা।