New Update
/anm-bengali/media/media_files/cmkECw0uohbV76TkKMWG.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বিগত কয়েকদিন ধরে টানা ঝড়-বৃষ্টি হয়েছে বাংলার বেশ কয়েকটি রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর জানালো যে আকাশ আংশিক মেঘলা থাকবে। সঙ্গে কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতা লাগুয়া উত্তর ২৪ পরগনও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রপাতসহ হালকা বৃষ্টি হতে পারে। তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই।
/anm-bengali/media/post_attachments/3dFSkDoeNboIxRvYEeew.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us