New Update
/anm-bengali/media/media_files/LcZpM0PydiG4kqrD7RFc.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: চলছে ঠান্ডার খামখেয়ালি। তার সাথেই যুক্ত হয়েছে ঘূর্ণাবর্তের প্রভাব। কেননা নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর তার প্রভাব পড়েছে তাপমাত্রাতেও। একধাক্কায় চড়েছে পারদ। এমনকি রাতে দেখা যায় মাঝারি বৃষ্টিপাতও। তবে এই ঘূর্ণাবর্ত কেটে গেলেও যে ঠান্ডা বাড়বে তেমনটা কোনও আভাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর।
আজও প্রায় সারাদিনই আকাশ মেঘলা থাকবে বলে জানা যাচ্ছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও খানিকটা বাড়বে বলেই জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us