ধেয়ে এল, সাবধান হন এখনই

হাওয়া অফিস বলছে, হাওড়ায় দিনের বেলায় মেঘের দেখা মিলবে। একই সাথে থাকবে বৃষ্টির প্রকোপ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rainfallls.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আকাশে মেঘের আনাগোনা। আর কিছুক্ষণের মধ্যেই নামল বলে। হাওড়ার আবহাওয়া এখন এমনই। তবে একই সাথে আবহাওয়ার খামখেয়ালিপনায় আবহাওয়ার গতিপ্রকৃতি বোঝাও খুবই দুষ্কর। কেননা এই মেঘ তো এই রোদ। আর মেঘ-রোদের খেলায় জর্জরিত জেলাবাসী।

আজও হাওয়া অফিস যা বলছে, তা হল হাওড়ায় দিনের বেলায় মেঘের দেখা মিলবে। একই সাথে থাকবে বৃষ্টির প্রকোপ। আজ সারাদিনই একই আবহাওয়া থাকবে বলে জানা যাচ্ছে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে হাওয়ার গতিবেগ, ঘন্টায় ২২ কিলোমিটার। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ।