Rain : একটু পরেই বৃষ্টি, তাড়াতাড়ি করুন

দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় ইতিমধ্যে শুরু হয়েছেন মেঘের (Weather Update) আনাগোনা। আকাশ কালো হতে শুরু করেছে। বইছে দমকা হাওয়া।

author-image
Pritam Santra
New Update
krn

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় ইতিমধ্যে শুরু হয়েছেন মেঘের (Weather Update) আনাগোনা। আকাশ কালো হতে শুরু করেছে। বইছে দমকা হাওয়া। কলকাতাতেও (Kolkata) আকাশ ক্রমে মেঘলা হচ্ছে। শুক্রবারেও প্রবল ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও রয়েছে দুর্যোগের সম্ভাবনা। দুর্যোগের সময়ে বাইরে না থাকার ব্যাপারে পরামশ দেওয়া হয়েছে। পাকা ছাদের নীচে আশ্রয় নিতে বলেন আবহাওয়াবিদরা।