New Update
/anm-bengali/media/media_files/WwzPCKdf7t1hXc3DME13.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা দিবসের দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টি দেখা গিয়েছিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। দু-এক পশলা ভারী বৃষ্টি হয়েছিল হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায়। আর এবার জানা গেল আসল বিষয়। আজ ও আগামীকাল উপকূলের জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
হাওয়া অফিস যা জানাচ্ছে, এই মুহুর্তে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে ফিরোজপুর-রোহতক-মীরাট-গোরক্ষপুর-পাটনা থেকে কোচবিহার হয়ে পূর্ব দিকে নাগাল্যান্ড পর্যন্ত। এদিকে, দক্ষিণ বাংলাদেশের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। অন্য একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশে। এমন অবস্থায় দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির প্রকোপ থাকবে বলেই জানা যাচ্ছে। একই সাথে থাকবে অস্বস্তিজনক পরিস্থিতি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us