New Update
/anm-bengali/media/media_files/5IDeQ67AY0KJRgUfd1a1.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আজ সোমবার। তবে এই মুহূর্তে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আজ দ্বিতীয় অর্থাৎ মায়ের আগমনের আগে কাউন্টডাউনের দ্বিতীয় দিন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে আজ উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বৃষ্টি হতে পারে। ফলে পুজোর ছুটি শুরুর আগেই ঠাকুর দেখতে বেরোনোর ইচ্ছে থাকলে সঙ্গে ছাতা রাখুন। যদিও আজ দক্ষিণবঙ্গের আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে বলেই জানা গেছে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us