New Update
/anm-bengali/media/media_files/cmkECw0uohbV76TkKMWG.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এই মুহুর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে। তবে অষ্টমীর পর যে বদলাবে চিত্র, তা আগাম বলে রেখেছে হাওয়া অফিস। নবমী-দশমীতে নামবে বৃষ্টি। কমবে দিন ও রাতের তাপমাত্রা এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা শীতের অনুভূতি ইতিমধ্যেই চলে এসেছে।
আজ দক্ষিণ ২৪ পরগণার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে হাওয়ার গতিবেগ একেবারেই নেই বললেই চলে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us