যাত্রীদের সুবিধার জন্য নয়া পদক্ষেপ নিচ্ছে রেল কর্তৃপক্ষ

এক ধাঁপ বাড়তি সুবিধা আসতে চলেছে।

author-image
Adrita
New Update
স

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়া ও শিয়ালদহের রেল স্টেশনের যাত্রীদের জন্য এল এক সুখবর। রেল কর্তৃপক্ষ এবার ভিড় সামলাতে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কথা ভেবেছে।  এই প্রকল্পের সুবিধাতে হাওড়া-খড়গপুর শাখার ট্রেন যেমন সময় মতো হাওড়া ঢুকতে পারবে। অন‌্যদিকে শিয়ালদহ উত্তর ও মেন শাখায় সব ট্রেন বারো বগির করা হবে। 

শিয়ালদহ মেন ও উত্তর শাখার সব ট্রেন বারো বগির করার যে প্রকল্প তার কাজ শুরু হচ্ছে কাল রবিবার থেকে। প্রথম ধাপে শিয়ালদহ স্টেশনের ১, ২, ৩, ৪ নম্বর প্ল‌্যাটফর্মগুলির উন্নয়ণ ও সম্প্রসারণের কাজ শুরু হবে। পাশাপাশি রোড সাইডের আরও কিছু স্টেশনের দৈর্ঘ‌্যও বাড়ানোর প্রয়োজন। তার কাজও চলবে সমান তালে বলে পূর্ব রেল জানিয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখায় প্রায় সব ট্রেনই ১২ বগির। উত্তর শাখায়১৮৬টি আপ ট্রেনের মধ্যে ৮৮টি বারো বগির চলে। ১৮৮টি ডাউন ট্রেনের মধ্যে ৮৮টি বারো কোচের ট্রেন চলে। সব ট্রেন যাতে বারো কোচের হয়, সেজন‌্যই এই পদক্ষেপ বলে রেল জানিয়েছে।

v