New Update
/anm-bengali/media/media_files/dSwTmZr7eAqXJLM9HVrT.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: অন্ধ্রপ্রদেশের রেল দুর্ঘটনার প্রায় ১২-১৪ ঘন্টা পর ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। আজ ভিজিয়ানগরমের ট্রেন দুর্ঘটনাস্থলে যাবেন তিনি। মুখ্যমন্ত্রী মন্ত্রক সূত্রে জানানো হয়েছে সেই কথা।
উল্লেখ্য, গতকাল অন্ধ্রপ্রদেশের ভিজিনাগারাম জেলায় লাইনচ্যুত হয়ে যায় বিশাখাপত্তনম-রাগাদা প্যাসেঞ্জার ট্রেন। জানা গিয়েছে, বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেন এবং বিশাখাপত্তনম-রাগদা প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরেই প্যাসেঞ্জার ট্রেনটির ৩টি কোচ লাইনচ্যুত হয়ে যায়।
Andhra Pradesh CM YS Jagan Mohan Reddy will reach the Vizianagaram train accident site today: CMO
— ANI (@ANI) October 30, 2023
(file pic) pic.twitter.com/yhUd3UDmG9
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us