Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/P7k2AjgyM7q3xYh02DyK.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: করমন্ডল এক্সপ্রেসের স্মৃতি ফিরল আজ। ফের একবার ভয়ঙ্কর রেল দুর্ঘটনার সাক্ষী থাকল বঙ্গ। নিউ জলপাইগুড়ি ছাড়তেই বড় বিপদের মুখে পড়ল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি ট্রেন। আর তাতেই এক্সপ্রেসের শেষের দুটি বগি লাইনচ্যুত হয়ে মালগাড়ির ওপর উঠে পড়ে।
/anm-bengali/media/post_attachments/b4e94a5d53b3655b87ab9fee900ff6c70b136751345743f7e54e27448f2bd78d.jpeg)
একটি ছিটকে পড়ে অন্য লাইনে। আর শেষ বগিটি মালগাড়ির ইঞ্জিনের ওপর উঠে পড়ে। স্বাভাবিক ভাবেই উত্তরবঙ্গের সঙ্গে এই মুহুর্তে রেলপথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। আপ লাইন, ডাউন লাইন দু’দিকেই ব্যাহত পরিষেবা। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের একাধিক ট্রেন। আর বহু ট্রেন বাতিলের মুখে রয়েছে বলেই জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/DUoQytWNslsXihAC1EY4.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us