‘ভয় পাবেন না, আজ মন থেকে কথা বলব’: রাহুল গান্ধী

'আজ আর ভয় পাবেন না আমি বিশেষ আক্রমণাত্মক কিছু বলব না। আজ মাথা দিয়ে নয়, মন থেকে কথা বলব', বক্তব্যের শুরুতেই বললেন রাহুল গান্ধী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Screenshot 2023-08-09 125625.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সংসদে ফিরে এসে নিজের বক্তব্য রাখতে শুরু করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল তাঁর বক্তব্য পেশ করার কথা থাকলেও তা তিনি করেননি। আজ সকলের নজর ছিল সেদিকেই। আর আজ নিজের বক্তব্য রাখলেন রাহুল গান্ধী।

বক্তব্যের শুরুতেই তিনি ধন্যবাদ জানালেন সকলকে সংসদে ফিরিয়ে আনার জন্য। আর তারপর নিজের বক্তব্য রাখতে শুরু করেন। প্রথমেই তিনি বিজেপি সাংসদদের উদ্দেশ্যে বলেন, “আজ আর ভয় পাবেন না আমি বিশেষ আক্রমণাত্মক কিছু বলব না। আজ আদানিকে নিয়ে কোনও কথা বলব না। আজ মাথা দিয়ে নয়, মন থেকে কথা বলব। নিজের অভিজ্ঞতার কথা বলব”।