New Update
/anm-bengali/media/media_files/X5R3KeHNiCHbjdZYLD75.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: আজ রাজনৈতিক মঞ্চের নজর থাকবে পাটনার দিকেই। আজকের বৈঠকের পলিটিক্যাল ফ্যাক্টর অনেক বেশি জোরালো। কেননা সেখানে বৈঠকে বসছেন বিজেপি বিরোধী দলগুলি।
গতকালই বৈঠকে যোগ দিতে পাটনা উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে পৌঁছেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আর এবার পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী দিল্লিতে তার বাসভবন থেকে পাটনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইতিমধ্যেই। তিনিও যোগ দেবেন সেই বৈঠকে।
#WATCH | Congress leader Rahul Gandhi leaves for Patna from his residence in Delhi to attend the #OppositionMeetingpic.twitter.com/n4MxQ4uF2w
— ANI (@ANI) June 23, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us